বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তাবিথ আউয়াল।
আজ সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন তিনি।কীভাবে, কাদের সঙ্গে নিয়ে নির্বাচন করবেন সে বিষয়ে পরে জানাবেন বাফুফের সাবেক এই সহ-সভাপতি।
কারা কাউন্সিলর হন, কারা নির্বাচন করবেন তা দেখে প্যানেলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তাবিথ।
তাবিথ আউয়াল যে নির্বাচন করবেন, সেই বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। তবে তখন আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই ধোঁয়াশা ছিল