বান্দরবানে জঙ্গি বলে গ্রেপ্তার সেই ২৮ জনের জামিন বাতিল
আদালতপ্রতীকী ছবি
জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানের রুমা ও থানচি থেকে গ্রেপ্তার ২৮ জনের জামিন বাতিল করেছেন আদালত। জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন গতকাল মঙ্গলবার তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন। কিন্তু জামিনের শর্ত পূরণ করতে না পারায় একই আদালত রাতেই আবার তাঁদের জামিন বাতিল করেছেন বলে সরকারি কৌঁসুলি ইকবাল করিম নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ থেকে চলতি বছরের প্রথম দিকে বিভিন্ন সময়ে রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্য থেকে ২৮ জনের জামিনের আবেদন করা হয়। চারটি মামলায় গ্রেপ্তার এই ২৮ জনের জামিনের আবেদন আদালত মঞ্জুর করেন। তবে আসামির সংখ্যায় জামিন আবেদন ছিল ৩২ জনের। চারজনের নাম একাধিক মামলায় থাকায় এই সংখ্যা ৩২ হিসেবে বলা হয়েছিল। জামিনের আবেদনে একজনকে সবার জিম্মাদার করা হয়েছে। ইমান হোসেন নামের জিম্মাদারের বাড়ি বান্দরবান সদর থানা কোয়ার্টারে উল্লেখ করা হয়েছে। কিন্তু আসামিদের কারও বাড়ি কুমিল্লায়, কারও সিলেটসহ বিভিন্ন জায়গায়।
সরকারি কৌঁসুলি ইকবাল করিম বলেন, আসামিদের কারও বাড়ি বান্দরবানে নয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন জামিনের শুনানি শেষে প্রত্যেকের নিজ বাড়ির এলাকার একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জিম্মাদার আনার শর্তে জামিন মঞ্জুর করেন। কিন্তু জামিনপ্রাপ্ত কোনো আসামির নিজ এলাকার জামিনদার না থাকায় আদালত জামিন বাতিল করেছেন।
যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার এসব ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য বলে গণমাধ্যমকে জানিয়েছিল।