বাংলাদেশ সফরের দল দিল দক্ষিণ আফ্রিকা
অক্টোবরে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ ও ২৯ অক্টোবরের ওই দুই টেস্টের জন্য ১৫ জনের পূর্ণ শক্তির দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুত্থুস্বামী।
ঘরোয়া ক্রিকেটে প্রায় আড়াইশ’ উইকেট নেওয়া ও পাঁচ হাজার রান করা মুত্থুস্বামী জাতীয় দলের জার্সিতে মাত্র ৩ টেস্ট খেলেছেন। সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে। এছাড়া আরও দুই স্পিনার নিয়েছে প্রোটিয়ারা।
ব্যাটিংয়ের মতো দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণও শক্তিশালী। ব্যাটিংয়ে মার্করাম, টনি ডি জর্জি, কাইল ভারানেরে আছেন। পেস বোলিং আক্রমণে কাগিসু রাবাদা, ওয়ান মুলদার, নান্দ্রি বার্গাররা বাংলাদেশ সফরে আসছেন।
দল নিয়ে প্রোটিয়াদের টেস্ট দলের হেড কোচ সুর্কি কোনরাড বলেছেন, ‘সিরিজটি হচ্ছে, সেজন্য প্রথমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দেব। তারা ঘরে অপ্রতিরোধ্য দল, সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। কন্ডিশন ও চ্যালেঞ্জের কথা মাথায় রেখে দল নির্বাচন করা হয়েছে। তিনজন প্রথমসারির বাঁ-হাতি স্পিনার নিয়েছি, যারা যেকোন মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, ম্যথু ব্রিটজেকে, নান্দ্রি বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ান মুলদার, সেনুরান মুত্থুস্বামী, ডেন পিটারসন, ডেন পিডট, কাগিসু রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভারায়েনে।