গত ৩০ জানুয়ারি সোমবার থেকে শুরু হয় উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
প্রতি বছরের ন্যায় এবছরও একযোগে দেশের সব উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
এই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে চলছে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান।
আজ ৪ ফেব্রুয়ারি সকাল থেকে রানীনগর উপজেলার সকল ক্রীড়া প্রেমি শিক্ষার্থীরা উপস্থিত হয় রাণীনগর শেরেবাংলা মহাবিদ্যালয়ের মাঠে।
শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের বড়, মধ্যম,ছোট,এই তিনটি ভাগে বিভক্ত করে এবং মেয়েদের বড় গ্রুপ ও মধ্যম ২গ্রুপে বিভক্ত করে খেলাধুলার আয়োজন করা হয়
এই খেলায় উত্তীর্ণ হতে পারবে যারা
তারাই জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এ খেলায় উপজেলা পর্যায়ে ৭দিন, জেলা পর্যায়ে ৪দিন,
উপ-অঞ্চল পর্যায়ে ৫দিন, জাতীয় পর্যায়ে ৬দিন খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসময় ১০০ মিটার দৌড় থেকে শুরু করে ১৫০০ মিটার দৌড়
উচ্চ লাফ, দীর্ঘ লাফ সহ বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া দলীয় খেলার মধ্যে ক্রিকেট খেলাসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।
মেয়ে ও ছেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে খেলা।
এসময় উপস্থিত ছিলেন,
রাণীনগর উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) জাকি আমিন টেমস, আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী উজ্জ্বল কুমার,
কুজাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন