মুফতি জুনায়েদ গুলজারকে আহ্বায়ক এবং মাওলানা মিরাজ রহমানকে সদস্য সচিব করে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের ঢাকা কমিটি গঠন করা হয়েছে।
ঢাকার কাকরাইলে অবস্থিত আল্লাহ রসুল মাদরাসার সভাকক্ষে মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে গত ২৩ নভেম্বরে আয়োজিত আন্তর্জাতিক মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন সফল করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা তৌফিকুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সংগঠনের দায়িত্বশীল মুফতি আবুল কালাম, মাওলানা নেসারুদ্দিনসহ ঢাকায় বসবাসকারী বৃহত্তর বরিশালের প্রায় অর্ধশত আলেম-উলামা উপস্থিত ছিলেন।সভায় সর্বসম্মতিক্রমে মুফতি জুনায়েদ গুলজারকে আহ্বায়ক; মুফতি আব্দুল গাফফার খান, মাওলানা সাইফুল্লাহ হাবীবী, মাওলানা ইউসুফ মাহমুদী ও মাওলানা রফিকুল ইসলাম আশরাফী প্রমুখকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা মিরাজ রহমানকে সদস্য সচিব এবং মুফতি আবুল হাসান কাসেমী ও মুফতি রুহুল্লাহ নোমানীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের ঢাকা কমিটি গঠন করা হয়। এছাড়া মুফতি বরকতুল্লাহ কাসেমী, মাওলানা জালালুদ্দিন, মাওলানা মোস্তাফিজুল রহমান, মুফতি শহীদুল্লাহ হাবীবী ও কাজি মামুনুর রশীদ ইউসুফী প্রমুখকে এ কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
সভায় আসন্ন আন্তর্জাতিক মহাসম্মেলনকে সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বৃহত্তর বরিশাল বিভাগের ঢাকাস্থ আলেম-উলামাদের সুসংগঠিত একটি প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বরিশালের কৃতিসন্তান আবু নসর মুহাম্মাদ রহমাতুল্লাহ। এ সভায় মাওলানা মোসলেম উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা নুরুল্লাহ আশরাফী, মাওলানা আবদুল জলিল, মাওলানা গোফরান হোসাইন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আইয়ুব আলী, মাওলানা নুরুল কারীম, মাওলানা হাসান আহমেদ, মাওলানা আবদুল্লাহ আল-মামুন, মাওলানা ইলিয়াস রিফাঈ, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আবদুল মান্নান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মাসুদ বিল্লাহ, কাজী মাওলানা মামুনুর রশীদ খান, মাওলানা আবদুল মালেক কাসেমী, মাওলানা শাহজালাল ও মাওলানা মিরাজুল ইসলাম প্রমুখ আলেম-উলামাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন মহাসম্মেলনের সফল বাস্তবায়ন কামনামূলক দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।