বগুড়ায় শীতবস্ত্র বিতরণে ঐক্যের প্রান্নাথপুর

দেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় কয়েকদিন ধরে তীব্র শীত ও কনকনে হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলমান শৈত্যপ্রবাহে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক সংগঠন ঐক্যের প্রান্নাথপুর এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সান্তাহারের প্রান্নাথপুর মসজিদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রান্নাথপুর এলাকার দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঐক্যের প্রান্নাথপুরের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাগর খান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, অর্থবিষয়ক সম্পাদক মোঃ বাঁধন প্রামাণিক, দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমানসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চলমান শৈত্যপ্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের চরম দুর্ভোগের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংগঠনের নীতিনির্ধারকরা জানান, সমাজের এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরো বড় পরিসরে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।























