বগুড়ায় বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরাম।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে হ্যাঁলের পুষণার আয়োজন করে বগুড়া জার্নালিস্ট ফোরাম। সেখানে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিরা যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী শাসন আমলে বগুড়া জেলার উন্নয়ন নানাভাবে পিছিয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়ামে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের রাজধানী নামে পরিচিত হলেও বগুড়ার বিমানবন্দরটি চালু করা হয়নি শুধু রাজনৈতিক প্রতিহিংসার জন্য। গেল ১৬ বছরে ভালো মানের কোনো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ও নির্মাণ করা হয়নি। রাস্তা-ঘাটের উন্নয়নের কাজও চলছে ধীর গতিতে।
অনুষ্ঠানে বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি এহসান পারভেজ তুহিন বলেন, ১৬ বছরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বগুড়া জার্নালিস্ট ফোরাম। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিজেএফ এর সাধারণ সম্পাদক হাবিব রহমান বলেন, সামনের সময়ে বগুড়া জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করবে। চিকিৎসা বীমা করার পরিকল্পনা চলছে। এছাড়া উত্তরবঙ্গের রাজধানী বগুড়াসহ উত্তর বঙ্গের উন্নয়নে বগুড়া জার্নালিস্ট ফোরাম কাজ করবে বলেও জানান তিনি।
এসময় উপদেষ্টা উত্তম চক্রবর্তী বলেন, বগুড়ার অনেক সাংবাদিক দক্ষতার সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের এক সঙ্গে বগুড়ার উন্নয়নে কাজ করতে হবে বলে জানান তিনি।
বিজেএফ ঢাকার সহ সভাপতি সুমন প্রমানিক বলেন, সময়ের পরিবর্তনে বগুড়া জার্নালিস্ট ফোরাম অনেক দূর এগিয়ে গেছে। লেখনীর মাধ্যমে বগুড়াকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইনকিলাবের সিনিয়র সাংবাদিক সানাউল্লাহ মজুমদার বলেন, সবাইকে নিজ নিজ জায়গা থেকে চিন্তা করা উচিত কিভাবে নিজ জেলাকে ব্র্যান্ডিং করা যায়। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া যায়। কিন্তু আমাদের অনেকেই আছেন নিজেকে গুটিয়ে রাখে, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বগুড়া থিয়েটারের দল ‘অন্যরকম’ এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বগুড়ার আঞ্চলিক গান, লোক বাউল ও লালন সঙ্গীত।
‘হ্যাঁলের পুষণা’ অনুষ্ঠানের আহ্বায়ক ফজলুল হক শাওন বলেন, বগুড়া জার্নালিস্ট ফোরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নিজ জেলার উন্নয়নের জন্য।
বিজেএফ এর সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর বলেন, সংগঠনের কার্যক্রম আরও কিভাবে বিস্তৃত করা যায় সে বিষয়েও আমাদের নজর দিতে হবে। আমাদের সমস্যা ধরে ধরে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনী হতে পারে বগুড়ার উন্নয়নের চালিকা শক্তি। এছাড়া বগুড়ার দই, আলুঘাটি, কটকটি কিভাবে দেশের মানুষের কাছে জনপ্রিয় করা যায় সে বিষয়ে সাংবাদিকদের আরও কাজ করার পরামর্শ দেন বিশিষ্টজনেরা। ‘হ্যাঁলের পুষণা’ উৎসবের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এহসান পারভেজ তুহিন।
এছাড়া অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী, গোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, ইউএনডিপির সিনিয়র এ্যাডভাইজার মঞ্জুরুল ইসলাম, বগুড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. আহসান হাবীব রুবেল, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার নজরুল ইসলাম সুলতান প্রমুখ বক্তব্য রাখেন।