বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ২ মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হার্ডী কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের ২ পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে লাঠিচার্জ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হার্ডী কারখানার শ্রমিকরা গত ২ মাসের বকেয়া বেতনের জন্য চন্দ্রা এলাকায় সকাল সাড়ে ১০:৩০ টায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায়, চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দু্র্ভোগে পড়েন এই মহাসড়কে চলাচলকারী সকল যাত্রীরা।পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে প্রথমে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।পরে পুলিশ লাঠিচার্জ করে দুপুর সাড়ে ১২ টায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় যাএীরা সাধারনভাবে চলাচল শুরু করে।