চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে। সেখানে আবারও বিয়ে করায় প্রাক্তন স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। যদিও বছর তিনেক আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক নারী তার সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন।পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তার প্রাক্তন স্বামীর ভাই দগ্ধ হয়েছেন। এছাড়াও বাড়ির অনেক জিনিসপত্রে ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।
পুলিশের তথ্যানুযায়ী, ঝগড়ার জেরে আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রবিবার তার বউভাতের অনুষ্ঠান ছিল। এ সময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
প্রতিবেদনে বলা হয়, লোকটি যখন তার বিয়ের অনুষ্ঠানে ছিল তখন তার সাবেক স্ত্রী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তার বোন ও ভগ্নিপতিকে নিয়ে তার সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছে। তারা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে।
প্রসঙ্গত, ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এরপর থেকে তারা ওই ব্যক্তির (আদনানের) বাবা-মায়ের পাশের একটি বাড়িতেই থাকতেন। তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তার মা-বাবার বাড়িতে ফিরে আসেন। সূত্র: জিও নিউজ