ফাইনাল হেরে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

আবাহনী-মোহামেডান ম্যাচ বলে কথা! তার ওপর সেই ম্যাচটাই আজ হয়ে গিয়েছিল চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অঘোষিত ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই লড়াইয়ে আবাহনীর কাছে ৬ উইকেটে হারার পর দর্শকদের দুয়ো শুনে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎ গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির দিকে তেড়ে যান মাহমুদউল্লাহ। রেলিং টপকে গ্যালারিতে ঢুকে এক দর্শককে আক্রমণ করতে যান জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এ সময় অন্য খেলোয়াড়, কর্মকর্তারা তাঁকে নিবৃত্ত করে মাঠে ফিরিয়ে আনেন।
জানা গেছে, ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শকের করা মন্তব্য শুনেই মাহমুদউল্লাহর ওরকম মেজাজ হারানো। তবে ওই দর্শক ঠিক কী মন্তব্য করেছিলেন, সেটি জানা যায়নি।
মাহমুদউল্লাহর এমন আচরণ ভালোভাবে নেননি গ্যালারির দর্শকেরা। বিষয়টি নিয়ে মিনিট দশেক হট্টগোলও চলে গ্যান্ড স্ট্যান্ডে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি আজকের ম্যাচে ফিফটি করা এই ডানহাতি ব্যাটসম্যানকে।
আজ শেষ হওয়া প্রিমিয়ার লিগের আগের ম্যাচগুলোতে খুব একটা দর্শকসমাগম দেখা যায়নি। আজ শিরোপা নির্ধারণী আবাহনী–মোহামেডান ম্যাচেও মিরপুরে দর্শক ছিল শ তিনেকের মতো।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুলের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৬৬ আর অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৬৫ বলে অপরাজিত ৭৮ রানের সৌজন্যে করে ৯ ওভার ২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় চ্যাম্পিয়ন আবাহনী।