ফরিদপুর মেডিকেল হাসপাতালে হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহীন জোয়ার্দারের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা। এছাড়া এক ঘণ্টা কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করেন চিকিৎসকরা।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জেলা বিএমএ শাখা ও ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবির, উপাধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাস, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মোর্শেদ (ক্যান্সার বিশেষজ্ঞ), সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) মো. ফারুক আহমেদ, ডা. সানিয়াত জামান (বার্ন ও প্লাস্টিক সার্জারি) প্রমুখ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন জোয়ার্দার ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মোত্তাকিন (২০) নামে এক ইন্টার্ন নার্স তাকে ধাক্কা দেয়। এ ঘটনার জেরে বহিরাগতদের ডেকে এনে চিকিৎসকের ওপর হামলা চালায় মোত্তাকিন। ডা. শাহিন জোয়ার্দার বর্তমানে ঢাকার ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তিনজনকে আটক করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত মোত্তাকিনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির বলেন, ‘হামলার শিকার হয়ে গুরুতর আহত ডা. শাহিন জোয়ার্দার উন্নত চিকিৎসার জন্য ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এ ব্যাপারে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন। মুল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অনতিবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহৎ কর্মসূচির ডাক দেয়া হবে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা বলেন, ‘আমরা নিরাপদ কর্মস্থল চাই। হাসপাতালে তার ওপর যেভাবে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে, এর চেয়ে ন্যাক্কারজনক কিছু নেই। এ ঘটনায় মামলা করলেও প্রধান যে আসামি সে এখনও ধরা পড়ে নাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ‘চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’