পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফরিদপুরে বিশেষ প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে। কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর ও ক্যাব যুব গ্রুপ ফরিদপুরের আয়োজনে আজ সকালে এ কর্মসূচি পরিচালিত হয়।
আজ সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এতে অংশগ্রহণকারীরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, কৃত্রিম সংকট রোধ এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান, সিনিয়র জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: সাহাদাৎ হোসেন, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এসএম সাহান, ক্যাব যুব গ্রুপ আহ্বায়ক এম হৃদয় মিয়া, যুগ্ম আহ্বায়ক তামিম হোসেন রনি এবং সাংবাদিক শরিফুল ইসলামসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
ক্যাব ফরিদপুরের সভাপতি শেখ ফয়েজ আহমেদ বলেন, "রমজানে ভোক্তাদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সেজন্য আমাদের এই প্রচারণা কর্মসূচি। আমরা সবাইকে আহ্বান জানাই, ন্যায্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ে সচেতন হোন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করুন।"
এ ধরনের উদ্যোগের ফলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। পুরো রমজানজুড়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা