মাদারীপুরের শিবচর থেকে চুরি হওয়া গরুসহ দুই চোরকে ফরিদপুরের বোয়ালমারী থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে বোয়ালমারী থানা পুলিশ। এর আগে রোববার সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, কাজী শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাসিন্দা আবুল হোসেন কাজী (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দা গ্রামের বাসিন্দা সাগর বেপারী (৩২)। পিকআপ ও চুরি হওয়া গরুসহ স্থানীয়রা তাদের ধরে ফেলেন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ও দুইটি গরু উদ্ধার করা হয়।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার মাতবরের চর এলাকার মোশাররফ হোসেন মাস্টারের বাড়িতে আবুল হোসেন কাজী ভাড়া থাকতেন। সেখানে ভাড়া থাকার সুযোগে বাড়িওয়ালার দুইটি গরু একটি নাম্বারবিহীন পিকআপে উঠিয়ে আবুল হোসেন ও তার সহযোগী সাগর ব্যাপারী রোববার ভোররাতে বের হন। বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর বটতলা এলাকায় দিয়ে পিকআপটিতে দুইটি গরু ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিলেন। গরু ত্রিপল দিয়ে ঢাকা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ধাওয়া করে গৌরিপুর এলাকায় পিকআপটি আটকে ফেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরু উদ্ধারের বিষয়টি জানতে পেরে গরুর মালিক মোশাররফ হোসেন মাস্টার বোয়ালমারী থানায় গিয়ে গরু দুটি শনাক্ত করেন।
চোরাই গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মহেশ অধিকারী বলেন, পিকআপসহ গরু ও দুই ব্যক্তিকে মাদারীপুরের শিবচর থানায় হন্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে। দুটি গরু ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনাটি যেহেতু মাদারীপুরের শিবচর থানা এলাকায় সংঘটিত হয়েছে সেজন্য আইনগত পদক্ষেপ ওই থানাই গ্রহণ করবে। আটক দুই ব্যক্তি ও উদ্ধার হওয়া গরু ও পিকআপ শিবচর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে