ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত নারীর (২৫) মরদেহ দেখে স্থানীয়রা সালথা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, উদ্ধারকৃত মরদেহের গলায় তার পেঁচানো অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে রাতের কোনো একটি সময়ে হত্যা করে মরদেহটি ওখানে ফেলে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতাউর রহমান বিডি২৪লাইভকে জানান, সালথার গট্টি ইউনিয়ন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিআইডি'র একটি টিম ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তে কাজ করছে।