London ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত ভারত সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত ৬৪ ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি -,মিশু, সাধারণ সম্পাদক জুনায়েদ কৃষকদের পাশে উপজেলা প্রশাসন: ধান কাটা ও লিচু চাষে সহায়তায় সক্রিয় ভূমিকা বার্সেলোনায় না ফেরার কারণ ও ইয়ামালের প্রশংসায় যা বললেন মেসি কসবায় হজ ও উমরাহ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না

ফরিদপুরের বাস উল্টে নিহত বেড়ে ৭, আহত ৩৪

অনলাইন ডেস্ক:

ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে ফরিদপুর -বরিশাল মহাসড়কের  বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপরিদর্শক মো. মহসিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামে জোয়ার সরদার (৭০), তার ছেলে ইমান সরদার (২৫), সন্তোষী এলাকার ভারতী সরকার (৪২), কাঠিয়া বড়গ্রামের দিপা খান (৩৬), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জহির উদ্দিনের ছেলে আজিবর (৪৬) ও ফরিদপুর জেলা সদরের হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৬)। এদের মধ্যে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে উল্টে যায়। এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় সাত থেকে আট ফিট বাসের ভেতরে ঢুকে যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করে। হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
১১
Translate »

ফরিদপুরের বাস উল্টে নিহত বেড়ে ৭, আহত ৩৪

আপডেট : ০১:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে ফরিদপুর -বরিশাল মহাসড়কের  বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপরিদর্শক মো. মহসিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামে জোয়ার সরদার (৭০), তার ছেলে ইমান সরদার (২৫), সন্তোষী এলাকার ভারতী সরকার (৪২), কাঠিয়া বড়গ্রামের দিপা খান (৩৬), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জহির উদ্দিনের ছেলে আজিবর (৪৬) ও ফরিদপুর জেলা সদরের হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৬)। এদের মধ্যে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে উল্টে যায়। এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় সাত থেকে আট ফিট বাসের ভেতরে ঢুকে যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করে। হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।