ফখর জামানকে ‘শোকজ’ করলো পিসিবি
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্টের দল থেকে বাবর আজমকে বাদ দেওয়া নিয়ে বেশ হইচই পড়ে গেছে। তাকে বাদ দেওয়া ‘স্টুপিড সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
দুঃসময়ে বাবরের পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থ ফখর জামানও। যে কারণে তাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।নিজের ‘এক্স’ হ্যান্ডেলে ফখর জামান লিখেছেন, ‘দলের সেরা ব্যাটার’-কে বাদ দেওয়া ‘চিন্তার বিষয়’ এবং এধরনের সিদ্ধান্ত দলের ভেতরে নেতিবাচক বার্তা দিচ্ছে। এমনকি ফখর সরাসরি বোর্ডের প্রতি সিদ্ধান্ত বদলানোর আহ্বানও জানিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের স্কোয়াড ঘোষণার মিনিট পাঁচেক আগে ফখর ওই পোস্ট করেন। পরে দেখা যায়, ফখরের কথাই সত্যি। বাবর ছাড়াও বাদ পড়েন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ।
ফখর লিখেছেন, ‘বাবর আজমকে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছে, যা চিন্তার ব্যাপার। ২০২০ ও ২০২৩ সালের মধ্যবর্তী সময়ে বিরাট কোহলি যখন খুব বাজে ফর্মে ছিল- তার গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০; তখনও কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি। আমরা যদি দলের সবচেয়ে সেরা ব্যাটার, যাকে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা বলা যায়- তাকে এভাবে বাদ দেওয়া হয়, তাহলে সেটা দলের ভেতরে নেতিবাচক বার্তা হিসেবে যায়। এখনও সময় আছে; আমাদের সেরা খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের সুরক্ষা দিতে হবে। ‘
তবে এভাবে ম্যানেজম্যান্টের সমালোচনা করার বিষয়টি ভালো ভাবে নেয়নি পিসিবি। এ কারণে ফখরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে।