London ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে নিরাপত্তা জোরদারে ডিআইজি’র আকস্মিক থানা পরিদর্শন রাজশাহীতে পুরোহিতকে মারধর মেডিকেল ক্যাম্প–রক্তদানে ব্যতিক্রমী আয়োজন, পালিত হলো প্রেসক্লাব আলফাডাঙ্গার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী সেবামূলক কার্যক্রমে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত রাজশাহীতে চলছে ট্রাফিক সপ্তাহ ২০২৫ কালিয়াকৈর ৫ নং ওয়ার্ড পৌর বি এন পির নির্বাচনী প্রস্তুতি সভা ও মতবিনিময় বিক্ষোভ সমাবেশে ক্ষোভের বিস্ফোরণ: শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক রায়ের প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের গণজমায়েত রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপি মনোনীত প্রার্থীর

প্রাণিসম্পদে উদ্ভাবন ও গবেষণার সমন্বয়ে টেকসই উপকূল গড়া সম্ভব :পবিপ্রবি উপাচার্য

মুহাম্মাদ রাকিব, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের উপকূল শুধুমাত্র ভৌগোলিক সীমা নয়, এটি জাতির জীবনপ্রবাহের অঙ্গ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও প্রাণিসম্পদ যখন চ্যালেঞ্জের মুখে, তখন ভেটেরিনারি বিজ্ঞানের যথাযথ প্রয়োগই হতে পারে টেকসই ও সমৃদ্ধ উপকূলীয় অর্থনীতির ভিত্তি। মৎস ও প্রাণী সম্পদের যৌথ উদ্যোগে প্রাণিস্বাস্থ্য রক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এই খাতের অগ্রগতিকে নিশ্চিত করতে পারে।
তিনি আরও বলেন, এই সম্মেলন কেবল একটি আয়োজন নয়, বরং ভবিষ্যৎ দিকনির্দেশনার সূচনা। প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তার নয়, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রোগ প্রতিরোধ, জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবন, খাদ্য সুরক্ষা এবং মানবিক মূল্যবোধে ভিত্তিক বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়েই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ‘স্ট্রেংদেনিং কোস্টাল রেজিলিয়েন্স থ্রু ভেটেরিনারি ইন্টারভেনশনস’ প্রতিপাদ্যে ‘দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর সপ্তম বার্ষিক সায়েন্টিফিক কনফারেন্সে ভিসি প্রধান অতিথির বক্তব্যে ‘উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদ সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা তুলে ধরেন।

সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. আহসানুর রেজার সভাপতিত্বে কনফারেন্সে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন, সদস্য-সচিব ডা. ইব্রাহিম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল বরিশাল উপস্থিত ছিলেন।

কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন স্বাগত বক্তব্যের পরেই ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নে টেকসই উদ্ভাবন ও আধুনিক ভেটেরিনারি প্রযুক্তির প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি সংস্থা ও শিল্পখাতের প্রায় ২০০ গবেষক, শিক্ষক ও পেশাজীবী অংশ নেন। কনফারেন্সে প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, উৎপাদন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ভ্যাক্সিনেশন ও উদ্ভাবনী গবেষণাসহ নানা বিষয়ে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনে গবেষণা বিশ্লেষণ দিয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এসময় অংশগ্রহণকারীদের মতবিনিময়ে নতুন গবেষণা ও সহযোগিতার পথ উন্মুক্ত হয়।
পবিপ্রবি প্রশাসন এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত বৈজ্ঞানিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এই কনফারেন্স প্রাণবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপনা ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে উপকূলীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন অঙ্গীকার হিসেবে চিহ্নিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৬:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৩৭
Translate »

প্রাণিসম্পদে উদ্ভাবন ও গবেষণার সমন্বয়ে টেকসই উপকূল গড়া সম্ভব :পবিপ্রবি উপাচার্য

আপডেট : ০৬:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের উপকূল শুধুমাত্র ভৌগোলিক সীমা নয়, এটি জাতির জীবনপ্রবাহের অঙ্গ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও প্রাণিসম্পদ যখন চ্যালেঞ্জের মুখে, তখন ভেটেরিনারি বিজ্ঞানের যথাযথ প্রয়োগই হতে পারে টেকসই ও সমৃদ্ধ উপকূলীয় অর্থনীতির ভিত্তি। মৎস ও প্রাণী সম্পদের যৌথ উদ্যোগে প্রাণিস্বাস্থ্য রক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এই খাতের অগ্রগতিকে নিশ্চিত করতে পারে।
তিনি আরও বলেন, এই সম্মেলন কেবল একটি আয়োজন নয়, বরং ভবিষ্যৎ দিকনির্দেশনার সূচনা। প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তার নয়, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রোগ প্রতিরোধ, জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবন, খাদ্য সুরক্ষা এবং মানবিক মূল্যবোধে ভিত্তিক বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়েই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ‘স্ট্রেংদেনিং কোস্টাল রেজিলিয়েন্স থ্রু ভেটেরিনারি ইন্টারভেনশনস’ প্রতিপাদ্যে ‘দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর সপ্তম বার্ষিক সায়েন্টিফিক কনফারেন্সে ভিসি প্রধান অতিথির বক্তব্যে ‘উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদ সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা তুলে ধরেন।

সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. আহসানুর রেজার সভাপতিত্বে কনফারেন্সে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন, সদস্য-সচিব ডা. ইব্রাহিম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল বরিশাল উপস্থিত ছিলেন।

কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন স্বাগত বক্তব্যের পরেই ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নে টেকসই উদ্ভাবন ও আধুনিক ভেটেরিনারি প্রযুক্তির প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি সংস্থা ও শিল্পখাতের প্রায় ২০০ গবেষক, শিক্ষক ও পেশাজীবী অংশ নেন। কনফারেন্সে প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, উৎপাদন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ভ্যাক্সিনেশন ও উদ্ভাবনী গবেষণাসহ নানা বিষয়ে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনে গবেষণা বিশ্লেষণ দিয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এসময় অংশগ্রহণকারীদের মতবিনিময়ে নতুন গবেষণা ও সহযোগিতার পথ উন্মুক্ত হয়।
পবিপ্রবি প্রশাসন এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত বৈজ্ঞানিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এই কনফারেন্স প্রাণবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপনা ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে উপকূলীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন অঙ্গীকার হিসেবে চিহ্নিত হয়।