প্রধান বিচারপতির সঙ্গে ছয় বিচারপতির সাক্ষাৎ, পাঠানো হয়েছে ছুটিতে
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে হাইকোর্ট বিভাগের ছয় বিচারপতি সাক্ষাৎ করেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত একে একে ছয় বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তাদের ১৮ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে পাঠানো হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
দেখা করা বিচারপতিরা হলেন- বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।তবে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে একাধিক বিচারপতি কোনো মন্তব্য করতে রাজি হননি। অবশ্য তাদের একজন ১৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি নেওয়ার কথা জানিয়েছেন।
হাই কোর্ট বিভাগের ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত হাই কোর্ট ঘেরাও কর্মসূচি চলছে। এই কর্মসূচির মধ্যে বিভিন্ন অভিযোগ ওঠায় প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর ছড়ায়।
এ বিষয় জানতে চাইলে সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলেননি।