London ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবেশী দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল: বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জয়শঙ্কর

প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে। কিন্তু মিটমাট হয়ে গেছে। বাংলাদেশেও যা হওয়ার তা হবে। সে নিয়ে মন্তব্য করা সাজে না। কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই। সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। 

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল। নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় মেয়াদে ১০০ দিন উপলক্ষে মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন এবং দেশ ছেড়ে তাঁর ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক নিয়ে এমন স্পষ্ট কথা বললেন দেশটির কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা। 

জয়শঙ্কর বলেন, প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে। ব্যবসা-বাণিজ্যও ভালো। মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী। আমরা এই পথেই এগোতে চাই।

বাংলাদেশের চলমান রাজনৈতিক ঘটনাকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। জয়শঙ্কর বলেন, সব সময় সবকিছু অনুকূল থাকে না। আমরা সব সময় কোনো দেশের সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
৩৫
Translate »

প্রতিবেশী দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল: বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জয়শঙ্কর

আপডেট : ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে। কিন্তু মিটমাট হয়ে গেছে। বাংলাদেশেও যা হওয়ার তা হবে। সে নিয়ে মন্তব্য করা সাজে না। কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই। সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। 

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল। নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় মেয়াদে ১০০ দিন উপলক্ষে মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন এবং দেশ ছেড়ে তাঁর ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক নিয়ে এমন স্পষ্ট কথা বললেন দেশটির কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা। 

জয়শঙ্কর বলেন, প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে। ব্যবসা-বাণিজ্যও ভালো। মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী। আমরা এই পথেই এগোতে চাই।

বাংলাদেশের চলমান রাজনৈতিক ঘটনাকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। জয়শঙ্কর বলেন, সব সময় সবকিছু অনুকূল থাকে না। আমরা সব সময় কোনো দেশের সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি।