সিলেটে প্রতারণার ২০ দিন পর আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার করে দিল পুলিশ। টাকা পেয়ে আবেগাপ্লুত হলেন দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের কুতুবপুরের আনোয়ার আলীর স্ত্রী মোছা. সুলতানা বেগম চৌধুরী।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সুলতানার কাছে ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ওটিপি কোড যাবে বলে জানায়। তিনি তাদের কথামত ওটিপি কোড জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
ঘটনার পর ১১ সেপ্টেম্বর সুলতানা বেগম চৌধুরী কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি করার ২০ দিনের মাথায় গত মঙ্গলবার আত্মসাতকৃত টাকা উদ্ধার করে দেয় পুলিশ। টাকা ফেরত পেয়ে অনেকটা আবেগাপ্লুত খুশি সুলতানা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতারকচক্র ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে সুলতানা বেগমের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা সরিয়ে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়েছে।