প্রজন্মের দ্বৈরথে জমজমাট ফুটবল ম্যাচ সিলেট সদর ইউনাইটেড ইউকের ব্যতিক্রমী আয়োজন ড্যাগেনহামে

লন্ডনের ড্যাগেনহামের পার্সলোস পার্কে অবস্থিত দ্য ববি মুর স্পোর্টস হাবে ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিলেট সদর ইউনাইটেড ইউকে আয়োজিত এক বিশেষ প্রদর্শনী ফুটবল ম্যাচ। ম্যাচে মুখোমুখি হয় দুই ভিন্ন প্রজন্মের দল—ওপেন এজ দল এবং ভেটেরান মাস্টার্স দল। আয়োজকরা একে অভিহিত করেছেন “প্রজন্মের যুদ্ধ” নামে।
এই ব্যতিক্রমধর্মী ফুটবল ম্যাচের মূল লক্ষ্য ছিল নতুন ও পুরনো প্রজন্মকে একই মাঠে এনে কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐতিহ্য এবং খেলাধুলার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা। খেলাটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা ছিল না, বরং সিলেট সদর ভিত্তিক প্রবাসী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার এক চমৎকার উপলক্ষও বটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব—জুয়েল চৌধুরী, মোহাম্মদ এমদাদুল হুসাইন, জি. আর. রাসেল, আনোয়ার খান, শয়েস্তা মিয়া (চেয়ারপারসন), শায়েক মজুমদার, জাবিদ উল্লাহ এবং শাহ কালাম। সিলেট সদর ইউনাইটেড ইউকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবদুল কাহেরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারপারসন শয়েস্তা মিয়া বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম যেন শুধুমাত্র খেলার প্রতি নয়, বরং নিজেদের শিকড় ও ঐতিহ্যের প্রতিও আগ্রহী হয়। সিলেট সদর ইউনাইটেড ইউকে সবসময় সেই সেতুবন্ধ তৈরির চেষ্টা করে—এখানেও এবং সিলেটেও।”
খেলা শেষে কেক কেটে তা অতিথি ও খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং ঘোষণা দেওয়া হয় যে, আগামী ২০শে জুন ২০২৫ সিলেট সদর ইউনাইটেড ইউকের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐদিন মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।