গত ৬ ই সেপ্টেম্বর ২০২৫ দুপুর থেকে রাত ১০টা অবধি অত্যন্ত আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো উদীচী যুক্তরাজ্যের দ্বাদশতম সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেলা ৩:৩০ মিনিটে ব্রাডি আর্ট সেন্টারের সম্মুখে যুক্তরাজ্য উদীচীর (বাংলাদেশ উদীচীর জেলা শাখা) ১২তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তলন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক শাহাদুজ্জামান এবং সংগঠনের পতাকা উত্তলন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি কবি গোলাম কবির। এর মাধ্যমেই সম্মেলনের কার্যক্রমের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমেদ এবং নিউহাম কাউন্সিলের প্রক্তন স্পিকার রহিমা রহমান।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিলেতের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী মাহমুদুর রহমান বেনুকে প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফাকে সভাপতি এবং সাংস্কৃতিক সংগঠক তৌফিকুর রহমামানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য উদীচীর নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান "আনো মুক্তি, আনো আলো, আনো লক্ষ্য"। এই পর্বে উদীচীর সঙ্গীত দল, উদীচী স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও বিলেতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলাউর রহমান, গৌরী চৌধুরী এবং লাবনী বড়ুয়া সঙ্গীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো বাংলাদেশের তারকা শিল্পী শম্পা রেজার সঙ্গীত পরিবেশনা।
এছাড়াও বিশেষ আকর্ষণ ছিলো কলকাতা থেকে আগত অতিথি বাচিক শিল্পী মধুমিতা বসুর উপস্থাপনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতিয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিপ্লবী কবি সুকেন্তের কবিতার উপর আবৃত্তি ও সুরের মূর্ছনায় নৃত্যানুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসিসি আই প্রেসিডেন্ট রফিক হায়দার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহগির বখত ফারুক।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিলেতের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী মাহমুদুর রহমান বেনুকে প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফাকে সভাপতি এবং সাংস্কৃতিক সংগঠক তৌফিকুর রহমামানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য উদীচীর নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়।
সব শেষে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও তৌফিকুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের পর সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি গোলাম কবিরের সমাপনি বক্তব্যের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘোষিত হয়।