পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আহত হয়েছেন। নতুন বছরের ছুটিতে দক্ষিণ আফ্রিকায় পাহাড়ে উঠতে গিয়ে আহত হয়েছেন তিনি। পরে তাকে কেপটাউনের একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, জেমিমা ইনস্টাগ্রামে দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন, বন্ধু ও পরিবারের সঙ্গে লায়ন্স হেডের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তিনি পড়ে যান এবং আঘাত পান। এছাড়াও অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লায়ন্স হেড দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন এবং সিগন্যাল হিলের মাঝে অবস্থিত।
নতুন বছরের ছুটিতে পাহাড়ে তোলা বিভিন্ন ছবিও শেয়ার করেন জেমিমা। এরপরই তিনি হাসপাতালের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। যদিও স্ট্রেচারে শুয়ে থাকার সময় তাকে হাসিমুখে দেখা গেছে। এছাড়াও কিছু ছবিতে দেখা যায় তিনি ক্রাচ ধরে দাঁড়িয়ে ছিলেন।
১৯৯৫ সালের ১৬ মে প্যারিসে বিয়ে করেছিলেন জেমিমা ও ইমরান খান। এই দম্পতির দুই ছেলে। ৯ বছরের দাম্পত্য জীবনের পর ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।