পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে পৌরসভার কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোজামের ছেলে মিঠুর স্ত্রী রুমি খাতুন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হঠাৎ মানসিক সমস্যা দেখা দিলে তিনি শ্বশুরের পেটে ও পিঠে কোপ দেন। পরে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মোজামের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও অভিযোগ দায়ের হয়নি, পলাতক রুমিকে আটকের চেষ্টা চলছে।