বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম।
মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল, এ দল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট। নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।