পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক এই অর্জনে জাতীয় দলের ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। শনিবার ওই পুরস্কার হস্তান্তর করা হয়েছে।
দলের পক্ষ থেকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পুরস্কার গ্রহণ করেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব এই পুরস্কার তুলে দেন।
জানা গেছে, ক্রিকেটাররা ৩ কোটি ২০ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন। মোট অর্থের একটা অংশ কুমিল্লা-ফেনি অঞ্চলে বন্যা কবলিত অঞ্চলে সহায়তার জন্য দেওয়া হবে।