London ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইয়াবাসহ গ্রেপ্তার পাবনার যুবদল ও কৃষকদল নেতা বহিষ্কার পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত, আহত বাবা রাজশাহীতে নতুন জাতের আম কটিমন দেশ পরিচালনার সুযোগ পেলে শক্তিশালী রাষ্ট্র গড়বে বিএনপি,দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতৃবৃন্দ কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালবাগ থানা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি টি.আর বরাদ্দে দুর্নীতি: কাগজে কাজ শেষ, মাঠে রাস্তা নেই দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুর নিহত পাবনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনিদের: এরদোয়ান

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মতো গাজা উপত্যকাও ফিলিস্তিনিদের বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

গাজার ফিলিস্তিনিরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (২৯ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর করা মন্তব্যে এরদোগান বলেন, “পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতোই গাজাও ফিলিস্তিনিদের। ইনশাআল্লাহ, আমাদের গাজার ভাই-বোনেরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করতে থাকবে যেখানে তারা জন্মগ্রহণ করেছে।”

এরদোয়ান উল্লেখ করেন, গত ১৮ এপ্রিল তুরস্কে আয়োজিত ‘ফিলিস্তিনের পক্ষে সংসদীয় গ্রুপের’ বৈঠকও তুরস্কের ফিলিস্তিন ইস্যুতে অবস্থানকে বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে। তিনি বলেন, “ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন বিশ্বজুড়ে সুপরিচিত।”

এরদোয়ান আরও বলেন, “ফিলিস্তিনি জনগণ বারবার প্রমাণ করেছে— সব ধরনের কঠোরতা ও নৃশংসতার মুখেও তারা কখনোই আত্মসমর্পণ করবে না, নিজেদের মাতৃভূমি ত্যাগ করবে না এবং দমন-পীড়নের কাছে মাথানত করবে না।”

তিনি উল্লেখ করেন, গত ১৮ মাস ধরে গাজা বিশ্ববাসীকে একদিকে যেমন ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার সাক্ষী করেছে, তেমনি অন্যদিকে মানবতার গর্ব করার মতো এক মহাকাব্যিক প্রতিরোধের নজির স্থাপন করেছে।

গাজায় ইসরায়েলের বর্বরতার কঠোর সমালোচনা করে এরদোয়ান বলেন, রক্তপাত ও মানবিক সহায়তা বন্ধ করে সেখানে কিছুই অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, “আরও শিশু হত্যা করে, মানুষকে অনাহারে, তৃষ্ণায় ও ওষুধের অভাবে রেখে গাজায় কোনও সমাধানে পৌঁছানো যাবে না। এখন সময় এসেছে সবাই যেন তা উপলব্ধি করে।”

প্রেসিডেন্ট এরদোয়ান সবাইকে আহ্বান জানান, যেন তারা ‘নিজেদের শুভবুদ্ধির কাছে ফিরে আসে’ এবং অঞ্চলে স্থিতিশীলতার জন্য তৈরি হওয়া সুযোগগুলো হেলায় নষ্ট না করে।

তিনি বলেন, “আমাদের সব কথাবার্তা এই অঞ্চলটির শান্তি, নিরাপত্তা ও সব জনগোষ্ঠীর সহাবস্থানের জন্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব।”

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
৪০
Translate »

পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনিদের: এরদোয়ান

আপডেট : ০২:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মতো গাজা উপত্যকাও ফিলিস্তিনিদের বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

গাজার ফিলিস্তিনিরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (২৯ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর করা মন্তব্যে এরদোগান বলেন, “পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতোই গাজাও ফিলিস্তিনিদের। ইনশাআল্লাহ, আমাদের গাজার ভাই-বোনেরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করতে থাকবে যেখানে তারা জন্মগ্রহণ করেছে।”

এরদোয়ান উল্লেখ করেন, গত ১৮ এপ্রিল তুরস্কে আয়োজিত ‘ফিলিস্তিনের পক্ষে সংসদীয় গ্রুপের’ বৈঠকও তুরস্কের ফিলিস্তিন ইস্যুতে অবস্থানকে বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে। তিনি বলেন, “ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন বিশ্বজুড়ে সুপরিচিত।”

এরদোয়ান আরও বলেন, “ফিলিস্তিনি জনগণ বারবার প্রমাণ করেছে— সব ধরনের কঠোরতা ও নৃশংসতার মুখেও তারা কখনোই আত্মসমর্পণ করবে না, নিজেদের মাতৃভূমি ত্যাগ করবে না এবং দমন-পীড়নের কাছে মাথানত করবে না।”

তিনি উল্লেখ করেন, গত ১৮ মাস ধরে গাজা বিশ্ববাসীকে একদিকে যেমন ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার সাক্ষী করেছে, তেমনি অন্যদিকে মানবতার গর্ব করার মতো এক মহাকাব্যিক প্রতিরোধের নজির স্থাপন করেছে।

গাজায় ইসরায়েলের বর্বরতার কঠোর সমালোচনা করে এরদোয়ান বলেন, রক্তপাত ও মানবিক সহায়তা বন্ধ করে সেখানে কিছুই অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, “আরও শিশু হত্যা করে, মানুষকে অনাহারে, তৃষ্ণায় ও ওষুধের অভাবে রেখে গাজায় কোনও সমাধানে পৌঁছানো যাবে না। এখন সময় এসেছে সবাই যেন তা উপলব্ধি করে।”

প্রেসিডেন্ট এরদোয়ান সবাইকে আহ্বান জানান, যেন তারা ‘নিজেদের শুভবুদ্ধির কাছে ফিরে আসে’ এবং অঞ্চলে স্থিতিশীলতার জন্য তৈরি হওয়া সুযোগগুলো হেলায় নষ্ট না করে।

তিনি বলেন, “আমাদের সব কথাবার্তা এই অঞ্চলটির শান্তি, নিরাপত্তা ও সব জনগোষ্ঠীর সহাবস্থানের জন্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব।”