বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
সোমবার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে বেবিচকের বিভিন্ন চলমান কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্প ও উন্নত বিমান চলাচলে যাত্রী সেবায় নিরাপত্তার বিষয় নিয়ে উভয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
বেবিচক কর্মকর্তারা জানান, প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কার্যক্রম, জনবল নিয়োগ, বিমানবন্দরের নিরাপত্তা এবং বিমানবন্দরে সার্বিক সেবার মান বৃদ্ধি ইত্যাদি।
এ ছাড়াও আগামী ১ অক্টোবর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশেপাশের সকল স্থানে ঘোষিত ‘নীরব এলাকা’ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং সিঙ্গেল হাউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য নেওয়া সকল কার্যক্রম সম্পর্কেও সচিবকে অবগত করেন বেবিচক চেয়ারম্যান।
এসময় সচিব নাসরিন জাহান বেবিচকের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন সেই সঙ্গে চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য প্রশাসন, প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা।