পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে রাজধানী লিসবনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে ভারতের কলকাতা ও আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির নেতৃত্বে বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতের গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীর বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখার আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন কোনোভাবেই মেনে নেয়া হবে না। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সেখানে হামলা চালিয়েছে।
তারা আরও বলেন, কোনোভাবেই ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
প্রতিনিয়ত তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতার সাথে প্রবাসীরাও তাদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে- বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটি নেতা ও পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ , যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, আজমল আহমদ , শামসুজ্জামান জামান , মোহাম্মদ হাকিম মিনহাজ, মিজানুর রহমান শাহ জামাল,পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ, মাহফুজুল আলম সোহাগ,পর্তুগাল বিএনপির সদস্য কাজী এমদাদ, মহিন উদ্দিন, সাইদুল ইসলাম,আব্দুল হাসিব, আবদুল লতিফ কয়েস, বদরুল আলম,মোজ্জায়েম হোসেন কায়েস,কবির আহমদ খান , যুবদল নেতা,এমদাদ স্বপন ,তানভীর তারেক,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিলমান চৌধুরী,লিটন মিয়া,মোহাম্মদ আজাদ হোসাইন,জুবেল আহমদ,জামিল মিয়া,আশরাফ আহমদ, সানি সুমন,সুজন ভুইয়া, শামিম আহমদ,জাকির আহমদ,আবদুল মুমিন, বেজা বিএনপি সভাপতি ময়নুল ইসলাম,মারুফ সরকার,মারুফ আহমদ,বিল্লাল হাজারী, সুজন ভূইয়া,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, মোহাম্মদ আমান,স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ নাইমুর রহমান ওমর, তারেক আহমেদ, ফাহিম আহমেদ, যুবদল নেতা জাবেদ আহমদ, মোশাররফ হোসেন সুমন, এস এম কাউসার আলম, জাসাস’র সদস্য সচিব কাজী ময়নুর, দেলোয়ার আহমেদ,মহিন উদ্দিন মনি, জুনেল,ফাহিম আহমদ, নাইমুর রহমান উমর, দেলোয়ার হোসাইন প্রমুখ।