রাজবাড়ীর দৌলতদিয়ায় পৌনে ২ কেজি ওজনের একটি পদ্মার ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৫০০ টাকায়। শনিবার (১১ এপ্রিল) সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে ইলিশটি বিক্রি হয়। মাছটি কিনেন ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সকালে রাজবাড়ী জেলার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা মাছের বাজার বসে দৌলতদিয়া ঘাট বাজারে। প্রতিদিন যাওয়া-আসার পথে অনেকে ঘাট থেকে পদ্মা নদীর সুস্বাদু তরতাজা মাছ কিনে থাকেন।
শনিবার সকালে বাজারের হালিম সরদারের আড়তে অন্যান্য মাছের সঙ্গে বিক্রির জন্য তোলা হয় জেলেদের জালে ধরা পড়া বড় আকারের এই ইলিশ মাছ। ইলিশটির ওজন ছিল প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি কেজি প্রতি ৪ হাজার ৬০০ টাকা দরে ৮ হাজার ৩০০ টাকা দিয়ে ইলিশটি কিনেন। পরে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।