পটুয়াখালী লিগ্যাল এইডে অভিযোগ দিয়ে হুমকিতে লামিয়া ও তার পরিবার

পটুয়াখালী লিগ্যাল এইডে অভিযোগ দিয়ে হুমকিতে লামিয়া ও তার পরিবার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের মধলোন্দা গ্রামের বাসিন্দা লামিয়া আক্তার তার স্বামী জহিরুলের বিরুদ্ধে ভরপোষন না দেওয়া ও যৌতুক দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ চার বছর ধরে তার স্বামী টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা জহিরুলের বিরুদ্ধে অভিযোগ করেন। তার অভিযোগ, আমি দীর্ঘ চার বছর ধরে বাপের বাড়ি থাকতেছি কিন্ত আমার স্বামী ও তার পরিবার আমার খোজখবর নেয়া না দুটি বাচ্চা আমার। তাও আমার সাথে চলে আমার বাবা বৃদ্ধ লোক হওয়ায় ভিক্ষা ছাড়া নিরুপায় হয়ে আমি ও আমার দুই মেয়ের খাবার জোগাতে আমার বাবা ভিক্ষা করে। আমার স্বামী ও তার পরিবার মাঝে মাঝে এসে এলাকার সন্ত্রাসীদের নিয়ে আমাকে মারধর করে। গত ঈদুল ফিতরের দিনেও আমাকে মেরেছে। তার আগে আমার শ্বাশুড়ি আমার বাবার কাছ থেকে টাকা পরে দিবে বলে ৪ মণ ভিক্ষার চাল নিয়ে যায় পরে ফোন দিয়ে টাকা চাইলে গালাগালি করে। আমাদের টাকা না থাকায় মামলা করতে পারিনি। পরে পটুয়াখালী জেলা লিগ্যাল এইডে বিনামূল্যে অভিযোগ করি। অভিযোগ করার পর গত ২৬/০৬/২৫ ইং তারিখ শালিসির দিন ধার্য করে জজ স্যার। আমার স্বামীর পরিবার আমাদের এলাকার দুঃস্কতিকারীরা এই খবর পাওয়ার পর থেকেই আমি ও আমার পরিবারকে চাপ দিতে থাকে এলাকা ছাড়ার হুমকি দেয়। আমরা এখন ভীষণ বিপদে আছি। তার বাবা ভিক্ষুক আলী হাওলাদার জানান, আমার মেয়ে লিগ্যাল এইডে অভিযোগ করায় বিপদে পড়ছি।