পটুয়াখালী র্যাব -৮ ক্যাম্প থেকে মনিরুজ্জামান মনিরুজ্জামান নামের এক র্যাব সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে । তিনি খুলনা জেলার পাইকগাছা থানার দেলুটি ইউনিয়নের মৌখালী গ্রামের বাসিন্দা । তার দুই ছেলে এক মেয়ে আছে ।
তার সাথে থাকা সহকর্মীরা জানান, আজ সকাল ৬-১০ টা পর্যন্ত তিনি ডিউটিতে ছিলেন। পরে তিনি ব্যারাকে যান। ঘুমন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মশিউর রহমান তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব - ৮ অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ তাৎক্ষনিকভাবে গণমাধ্যমকে মৌখিকভাবে জানান, স্বাভাবিক মৃত্যু কিনা এ বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। পোস্টমর্টেম শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।