পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিনজন অন্যতম আসামি—কাওসার, আশীষ গাইন ও রিপন সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মোবাইল ফোনসেটটিও উদ্ধার করা হয়।
গত ১৪ জুলাই গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে তরিকুল ইসলামের বাড়িতে এ ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। ডাকাতদল প্রথমে তরিকুল ইসলামের মা, বোন ও তাঁকে বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল লুট করে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পাহারায় রেখে তাঁর মার্কিন নাগরিক স্ত্রীকে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে রাতেই ডাকাতরা পালিয়ে যায়।
খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তে অংশ নেন। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের হলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে কাওসার, ঢাকার দারুস সালাম এলাকার একটি বস্তি থেকে রিপন সোহাগ এবং কলাপাড়া পৌরসভা এলাকা থেকে আশীষ গাইনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।