পটুয়াখালীতে মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাশরুম উদ্ধোধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় এ শুভ উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জনাবা ফাতেমা নাসরিন সীমা, প্রধান শিক্ষক জনাব কুতুব উদ্দিন তালুকদার, কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা নার্গিসয়ারা হক, পৌর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব নূরে আলম মুরাদ, কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিমন শিকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, সহ-সাংগঠনিক জনাব মোঃ শাহিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হারুনুর রশিদ এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন হাওলাদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ তহাসিন মাস্টার, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকগণ।
বক্তারা বলেন, আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর যুগোপযোগী শিক্ষা অর্জনে সহায়ক হবে। এটি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।