পটুয়াখালীতে নিজের বাবাকে কুপিয়ে প্রতিপক্ষকে ফাসানো চেষ্টার অভিযোগ

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পটুয়াখালী সদর থানা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদার এর বিরুদ্ধে অপপ্রচার ও মানহানীর বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন বড়বিঘাই ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর ১২:০০ টার সময় বড়বিঘাই ইউনিয়ন এর কেওয়াবুনিয়া স্টান্ড কেওয়াবুনিয়া-খাসেরহাট খেয়া সংলগ্ন স্থানে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক বিএনপি নেতাকর্মী সহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় ইউনিয়ন বাসীর অভিযোগ একটি পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে গত ১৭ তারিখ বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারকে তার ছেলে আলামিন হাওলাদার কুপিয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে তার আপন চাচা বড়বিঘাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পটুয়াখালী সদর থানা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদার কে আসামি করে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।
যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। জেলা ও উপজেলা প্রশাসনকে সঠিক তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করেন এলাকাবাসী। বড়বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মাদ মিন্টু বলেন, বড়বিঘাই মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আনোয়ার হোসেন ও নুরুল ইসলাম হাওলাদার এর বিরুদ্ধে মানহানিকর মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভুক্তভোগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানির চেষ্টা করা হচ্ছে আমি জেলা পুলিশ সুপারের কাছে তদন্তসাপেক্ষে এর সঠিক বিচার দাবি করছি।
অপর ভুক্তভোগী নুরুল ইসলাম হাওলাদার বলেন, আমার ভাই হাকিম হাওলাদার এর সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ড হয়েছিল তারপর সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পটুয়াখালী শহর এ যায় পরে আমার কাছে ফোন আসে হাকিম নাকি হাসপাতালে আমি ভাবছিলাম সে হয়তোবা এক্সিডেন্ট করে পরে শুনি তার ছেলে নাকি তাকে কুপিয়ে হাসপাতালে ভর্তি করে আমাদের নামে মামলা দিয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।