পটুয়াখালীতে খাল দখলের বিরুদ্ধে জাতীয় খাল ও নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের কাছে অভিযোগ

পটুয়াখালী সদর উপজেলার পৌরসভার অন্তর্ভুক্ত ০৩ নং টাউন পশ্চিম কালিকাপুর এলাকার পল্লী বিদ্যুৎ সংলগ্ন থেকে শুরু হয়ে পশ্চিমে দীর্ঘ ৬০০০ ফিট অতিক্রম করে পায়রা নদীতে মিলিত হয়েছে এ কুড়ির খালটি যার প্রস্থ গড় অনুপাতে ছিল ৩০ ফিটের উপরে ।
দীর্ঘ ১৫ বছর যাবত স্থানীয় প্রভাবশালী ও দুঃস্কৃতিকারীদের কতৃক পর্যায়ক্রমে দখল হতে হতে বর্তমানে অনেক স্থানে বাঁধ তৈরি করে স্থাপনা নির্মাণ ও ভরাট করে জমিতে পরিনত করা হয়েছে যার উক্ত এলাকার প্রায় ৫০০০ কৃষক, জেলেদের তাদের জীবিকা নির্বাহের পদকে বাধাগ্রস্ত করেছে। তারা খেয়ে না খেয়ে দুর্বিষহ জীবন পার করতেছে। বর্ষাকালে পানিবন্ধি ও গ্রীষ্মকালে পানির হাহাকার তাদের নিত্যসঙ্গী।
বর্তমানে এ খালের অধিকাংশ স্থানকে ডাষ্টবিন হিসেবে ব্যবহার করে যাবতীয় বর্জ্য, আবর্জনা ফেলছে অনেকে। যার কারণে ডেঙ্গু, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ঐ এলাকার বাসিন্দারা।
যত দ্রুত সম্ভব এ খালটি পুনরুদ্ধার করে কৃষক, জেলেদের জীবিকা নির্বাহের পথকে ত্বরান্বিত করার জন্য খালটি দখলমুক্ত করার জন্য জাতীয় নদী ও খাল রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব আবুল ইসলাম এর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন তারা । এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় খাল রক্ষা কমিশন চেয়ারম্যানের একান্ত সচিব জনাব তৌহিদুর রহমান মুঠোফোনে জানান , আমরা এ সংক্রান্ত দরখাস্তটি হাতে পেয়েছি আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।