ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ছয়জন প্রার্থী। গতকাল বুধবার নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
এই নির্বাচনে ভোটের লড়াইয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন খান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুল মান্নান, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আলকাছ উদ্দিন মীর, রিক্সা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানী এবং তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী বেলাল হোসেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, নেত্রকোণা ১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৮২। এই আসনে মোট ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে।
এই সংসদীয় আসনের কলমাকান্দা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ১৮৫ জন এবং দুর্গাপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৯৯৭ জন।
কলমাকান্দা উপজেলার পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ২৬ জন, নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ১৫৬ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
দুর্গাপুর উপজেলার পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৭২৫ জন, নারী ভোটার ১ লাখ ৫ হাজার ২৭১ জন এবং হিজড়া ভোটার ১ জন।
আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২২ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। ভোটাররা আশা করছেন সুষ্ঠু সুন্দরভাবে একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।