নেত্রকোণার দুর্গাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঘটাতে না পারে সেজন্য দুর্গাপুর পৌর ও কলেজ ছাত্রদল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার বিকেলে দুর্গাপুর পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব এলাকায় প্রতিবাদ সমাবেশ করে তারা।
এসময় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ মড়ল,যুগ্ন আহ্বায়ক সালমান মুক্তাদির,পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুল তালুকদার। এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ৩নং চন্ডিগড় ইউনিয়ন ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত আকাশ,ছাত্রনেতা আরিফুর রহমান আরিফ,বায়েজিদ হাসান ঝলক,মেহেদী হাসান তালুকদার,খালেদ সাইফুল্লাহ সাদী,নাজিউর রহমান নুরুল্লাহ,জাহাঙ্গীর হাসান,পারভেজ আহমেদ,আরিফ মিয়া,জাহিদ হাসান,শাওন আকন্দ সহ অনেকে।