নেত্রকোণার দুর্গাপুরে খামারের কেয়ারটেকারকে শ্বাসরোধে হত্যা করে সাত গরু লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার ৬ নং কাকৈরগড়া ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৩২), রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮) এবং মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২)। এর মধ্যে এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার বলেন, “হত্যা ও ডাকাতিতে ছয় থেকে সাতজন অংশ নেয়। তারা খামারের পাহারাদার জয়নাল উদ্দিনকে সিমেন্টের খুঁটির সঙ্গে হাত, গলায় কালো ফিতা এবং মুখে গামছা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। পরে খামারের সাতটি গরু পিকআপে তুলে নিয়ে যান।”
গত ৫ মার্চ,বুধবার দিবাগত রাতে কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের মাহাবুল হকের খামারে এই হত্যার ঘটনা ঘটে। নিহত জয়নাল উদ্দিন (৬৫) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি খামারটিতে কেয়ারটেকার ও পাহারাদার হিসেবে দুই মাসেরও বেশি সময় ধরে কাজ করছিলেন।
এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন। মামলায় আটজনকে অজ্ঞাত আসামি করা হয়। এরপর পুলিশ গত সোমবার সকালে অভিযুক্ত দোলন মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সেদিন বিকেলে আব্দুল মান্নান ও আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করে।