নেত্রকোণায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা, জননিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় থানার মোড়ে ওই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে এই হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় নাগরিকরা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকানের মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের উত্তর দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার অদূরে থানা মোড়ে নারায়ণ পালের মুদি দোকানটি অবস্থিত। সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের ভেতর গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের লাশ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।
মোহনগঞ্জ মনোহারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, একজন নিরীহ মানুষকে এভাবে মেরে ফেলার ঘটনা খুব ন্যাক্কারজনক। আমাদের নিরাপত্তা কোথায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।