নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ২ শ্রমিক

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) চল্লিশা বাজার এলাকায় ঢাকা-মোহনগঞ্জ রেলপথে এই দূর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন,দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) ও শেরপুর জেলার রাসেল মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোণা সদরের চল্লিশা বাজার এলাকায় সন্ধ্যার দিকে ওই দুই শ্রমিক রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে তাদের ধাক্কা লাগে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























