ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণে আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিষ্ঠান দুটি হলো—নেওয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খন্দকার বশির উদ্দীন রাবেয়া উচ্চ বিদ্যালয়।
পরিদর্শনকালে নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজিস্টার খতিয়ে দেখা হলে দেখা যায়, চতুর্থ শ্রেণির ৬ জন ও পঞ্চম শ্রেণির ৫ জন শিক্ষার্থী বিগত পাঁচ দিন ধরে স্কুলে অনুপস্থিত রয়েছে। প্রধান শিক্ষিকাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হলে তিনি নির্দিষ্ট কোনো কারণ তুলে ধরতে পারেননি। এ প্রেক্ষিতে কর্মকর্তারা অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ নিতে হোম ভিজিটের নির্দেশনা দেন। পাশাপাশি ঝরে পড়ার হার ‘শূন্য’-তে নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
অপরদিকে, খন্দকার বশির উদ্দীন রাবেয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
পরিদর্শন শেষে কর্মকর্তারা বলেন, “শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, অভিভাবক ও সমাজের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান ও পরিবেশ নিশ্চিত করাই উন্নত ভবিষ্যৎ গঠনের মূল চাবিকাঠি।”
এই পরিদর্শনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।