নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে শেরপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’
![](https://londonbdtv.co.uk/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগষ্টের ছাত্রজনতার গণ অভ্যূত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের স্মারক লিপি প্রদান ও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন।
এর আগে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মার্চ ফর জাস্টিস সম্বলিত ব্যানার নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, সিনিয়র সহ সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রিয়াদ,সহ সভাপতি জাহিদ হাসান টিটু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ সাধারণ শিক্ষার্থীরা