নিরাপত্তাকর্মীকে জিম্মি করে দোকান থেকে লুটে নেওয়া হয় সব মালামাল
মাদারীপুরের শিবচরে বিআরবি ক্যাবলের শোরুমের ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দোকানে থাকা সব মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। বাধা দিলে নিরাপত্তা কর্মী দাদন মিয়াকে (৫০) পিটিয়ে আহত করা হয়।
বুধবার (১ জানুয়ারি) ভোরে শিবচর পৌরসভাধীন থানা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
বিআরবি ক্যাবলের কর্মচারী তৌহিদ বিন সালাম জানান, শিবচর পৌরসভার থানা সড়ক এলাকায় স্বপন চৌধুরী ভবনের নিচতলার বিআরবি ক্যাবলের শোরুম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে মালিকপক্ষ। ভোরের দিকে কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশধারী একদল ডাকাত। প্রথমে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় দাদন মিয়াকে।
ডাকাতরা শোরুমের ভেতরে থাকা সব মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।