নেত্রকোণায় জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই বক্তব্যের প্রতিবাদে বাবরের নিজ এলাকা মদনেও বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হেন্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন আপনি। দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে।’
এই বক্তব্য ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। রাতে জেলা শহরের বিএনপি দলীয় কার্যালয় থেকে বের হয় বিক্ষোভ মিছিল।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, এসএম মনিরুজ্জামান দুদু সহ অন্যরা।
আশরাফ উদ্দিন খান বলেন, ‘লুৎফুজ্জামান বাবরকে নিয়ে পাটোয়ারী যে বক্তব্য দিয়েছে তা ক্ষমার অযোগ্য। এই বক্তব্য বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত দিয়েছে।’