নারী বিশ্বকাপে মাইলফলক ছুঁলেন নিগার-নাহিদা
১০ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে জয়খরা ঘুচল বাংলাদেশের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণের উদ্বোধনী ম্যাচে স্কটিশদের ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এমন জয়ের ম্যাচে অনন্য কীর্তি গড়লেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাহিদা। ৮৮টি ম্যাচ খেলে ৮৭ ইনিংসে এমন কীর্তি গড়লেন নাহিদা। বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সালমা খাতুন। ৯৫ ম্যাচে ৮৪ উইকেট রয়েছে তার নামের পাশে। এ ছাড়া ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সেরা উইকেটশিকারি রুমানা আহমেদ। বিশ্বকাপের এই লড়াইয়ে আজ মাইলফলক ছুঁয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি আর নাহিদা আক্তার। বাংলাদেশ অধিনায়ক আজ খেলেছেন নিজের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। এই মাইলফলক এই প্রথমবারের মতো ছুঁলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার।
এদিন দলের হয়ে টস করতে নেমেই এই রেকর্ড গড়ে ফেলেন নিগার। তবে নাহিদার মাইলফলকটা ছুঁতে সময় লেগেছে একটু। তিনি এই কীর্তি গড়েছেন ম্যাচের শেষ দিকে। এই ম্যাচে আজ এক উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। আর তাতেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে তিনি ছুঁয়ে ফেলেন ১০০ উইকেটের মাইলফলক।