নানা আয়োজনে কালকিনিতে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ১৪ এপ্রিল সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
একুশে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামানের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম সোহেল রানা,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন,মাইটিভির প্রতিনিধি লিয়াকত হোসেন সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা আগামীতে বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।