কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর নতুন অফিস উদ্বোধন করা হয়।
বুধবার (৪ জুন) সন্ধ্যা ৭ টায় নাগেশ্বরীর প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে নতুন অফিস উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম (শাহীন শহীদ)।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক ফরহাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। উদ্বোধক উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল আলম শফি ও( ভারপ্রাপ্ত) সদস্য সচিব, শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হাফিজুর রহমান বাবু উপদেষ্টা ও সাবেক সভাপতি উপজেলা প্রেসক্লাব। ওমর ফারুক সাংবাদিক ও সিনিয়র যুগ্ন আহবায়ক নাগেশ্বরী পৌর শাখা। ইঞ্জিনের আব্দুল মোমেন, যুগ্ন আহবায়ক, নাগেশ্বরী, পৌর শাখা। নাগেশ্বরী পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক একেএম আশরাফ হোসেন আপেল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রিন মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, ও অনলাইন সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি আহ্বায়ক, অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন পেশাজীবি হিসেবে একজন সাংবাদিকের কাজই হচ্ছে, সাংবাদিকতায় সহায়তা করা। আপনাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। সত্যকে সকলের নিকট উন্মোচন করতে হবে। এতে যদি আপনাদের কাজে কেউ বাধাগ্রস্ত করে তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব।