নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচদোনা মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার) রাতে একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন, গুলিবিদ্ধ আহত মো. রনি (৩২) পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে, একই এলাকার আজিম উদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) ও মিজান মিয়ার ছেলে শুভ (১৯)।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পাঁচদোনা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতে লাল মিয়া মেম্বারের প্রবাসী ছেলেকে মারধর করে মোসাদ্দেক সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে লাল মিয়া সমর্থকরা মোসাদ্দেক সমর্থকদের ধাওয়া দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
এর জের ধরে বুধবার দুপুরে মোসাদ্দেক হোসেন ও তার সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে লাল মিয়া মেম্বারের সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় বিক্ষুব্ধরা ফুটপাতের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এসময় ঢাকা সিলেট মহাসড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি বিষয় প্রক্রিয়াধীন।