প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৩৪ এ.এম
নয়া তথ্য ফাঁস
বউমার মুখে শাশুড়ির প্রশংসা। এমনটা খুব কমই দেখা যায়। তবে এই স্বল্প তালিকায় রয়েছেন বলিউড
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলের মতো স্বামী এবং এমন শাশুড়ি পেয়ে নিজেকে ভাগ্যবান মনে
করেন তিনি। শাশুড়ির সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়েও প্রায়শই কথা বলতে দেখা যায় ভিকিকে। ক্যাটরিনাও
যখনই সুযোগ পান, শাশুড়ির সঙ্গে প্রচুর সময় কাটান। সম্প্রতি তারা দু’জনে শিরডি মন্দিরে পুজো দিতে
গিয়েছিলেন। এবার শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে
ক্যাটরিনা জানান, তার শাশুড়ি চুলের জন্য একটি বিশেষ তেলও তৈরি করেন। তিনি বলেন, আমি স্কিন কেয়ার
খুব পছন্দ করি। কারণ, আমার ত্বক সেনসিটিভ। আমার অনেকটাই যত্ন নেয়া দরকার। তবে আমি সবে শুরু
করেছি এগুলো। আমার শাশুড়ি পিয়াজ, আমলা, অ্যাভোকাডো এবং আরও দু’-তিনটি জিনিস মিশিয়ে চুলের
তেল তৈরি করেন। ঘরোয়া টোটকা দারুণ কাজ করে। ক্যাটরিনাকে তার শ্বশুরবাড়ির লোকরা আদর করে কিট্টো
বলে ডাকেন। এর আগেও ক্যাটরিনা তার শ্বশুর-শাশুড়ির প্রশংসা করেছেন বহুবার।
Copyright © 2025 Londonbdtv.co.uk. All rights reserved.